ডাঃ মোঃ আশেক মাহমুদ ফেরদাউস। তিনি একজন প্রখ্যাত কলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক কলোরেক্টাল, ও লেজার কলোরেক্টাল (বৃহদান্ত্র, মলদ্বার ও পায়ুপথ সার্জারি) সার্জন। তিনি পহেলা ডিসেম্বর ১৯৮১ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পশ্চিম চণ্ডীমণ্ডপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন, এবং ১৯৯৯ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইস এস সি পাস করেন। পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং মাইগ্রেট করে ময়মনসিংহ মেডিকেল কলেজে চলে আসেন। এখান থেকে ২০০৫ সালে এম বি বি এস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০০৮ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন এবং ২০১৫ সালে প্রথম বারেই সার্জারিতে এফ সি পি এস ডিগ্রী সম্পন্ন করেন এবং ২০১৭ সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টোলজীর ফেলোশিপ অর্জন করেন। তিনি ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কলোরেক্টাল সার্জারীতে সর্বোচ্চ ডিগ্রী এম এস ( মাস্টার্স অফ সার্জারি) সম্পন্ন করেন। তিনি ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ অনেক দেশে কলোরেক্টাল সার্জারীর বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অফ কোলন এন্ড রেক্টাল সার্জনস এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টোলজী ( ইন্ডিয়া) এর আজীবন সদস্য। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারী) হিসেবে কর্মরত আছেন।


